• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সোনারগাঁয়ে জুয়েলারী দোকানে হামলা, ভাংচুর, লুটপাট

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২০

মাদক সেবনের টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দারোগোল্লা এলাকায় গত রোববার রাতে একটি জুয়েলারী দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে মাদকসেবীরা। এ সময় তাদের বাধা দেওয়ায় রুহুল আমিন নামে একজনকে কুপিয়ে জখম করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় ফারুক হোসেন, সাইদুল ইসলাম, মোস্তাক মিয়া, সোহান দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। কেউ মাদক সেবনের টাকা না দিলেই তাদের প্রান নাশের হুমকি দেওয়া হতো। ওই এলাকায় আবু তাহের মেম্বারের মার্কেটে সুজনের একটি জুয়েলারী দোকান রয়েছে। রোববার রাতে মাদকসেবীরা তাদের দোকানে এসে টাকা চাইলে সুজনের ভাই রুহুল আমিন টাকা দিতে অস্বীকার করায় দোকান হামলা চালিয়ে ভাংচুর করে ৪ ভরি স্বর্ন, ৭৫ ভরি রূপা ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় মাদকসেবীদের বাধা দেওয়ায় রুহুল আমিনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহত রুহুল আমিনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুয়েলারী দোকানের মালিক সুজন মিয়া জানান, আমার ভাই মাদক সেবীদের টাকা দিতে অস্বীকার করায় তারা দোকান ভাংচুর চালিয়ে ৪ ভরি স্বর্ন, ৭৫ ভরি রূপা ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads