• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফেলানীর পরিবারে পাকা ঘর

সংগৃহীত ছবি

সারা দেশ

ফেলানীর পরিবারে পাকা ঘর

  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি আছে ঘর নেই প্রকল্পের পাকা ঘর পেয়েছে বহুল আলোচিত  ফেলানীর পরিবার। গতকাল সোমবার প্রশাসনের সহযোগিতায় রামখানা ইউপির কলোনিটারী গ্রামে ফেলানীর বাবার বাড়িতে পাকা ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।

ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেলানীর বাবা নুর ইসলাম ও মা জাহানারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নুর আহমেদ মাসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চৌধুরীহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানি। পরে ফেলানীর মরদেহ দীর্ঘ ৫ ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার পর দুদিনব্যাপী পতাকা বৈঠকের মাধমে ৮ জানুয়ারি বিএসএফ বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর করে। ৯ জানুয়ারি লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads