• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সবুজের মৃত্যুবার্ষিকীতে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২০

আজ ২৫ ফেব্রুয়ারী। মনোহরগঞ্জ উপজলো ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সভাপতি শহীদুল্লাহ খাঁন সবুজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এ দিনে মর্মান্তিক এক দুর্ঘটনায় কেড়ে নিয়েছিল মেধাবী এ ছাত্রলীগ নেতার প্রাণ। আজও এই দুর্ঘটনার এ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সবুজের স্বজনেরা।

ওই দিন সন্ধ্যায় মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে দলীয় প্রার্থীর পক্ষে উপজেলা নির্বাচনের প্রচারণা শেষে মোটরসাইকেলে উপজেলা সদরে ফিরছিলেন শহীদুল্লাহ খাঁন সবুজ। দাদঘর নামক এলাকায় এলে সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় প্রথমে তাকে লাকসাম উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদুল্লাহ খাঁন সবুজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে কবর জিয়ারত, পুষ্পস্তবক র্অপণ, শোক র‌্যালী, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও স্মরণ সভার করেছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব বলেন, ‘শহীদুল্লাহ খাঁন সবুজের নাম রাজপথ থেকে মুছে ফেলা যাবে না। সে অমর হয়ে আছে ছাত্রলীগের প্রাণে প্রাণে। প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার নামটি। আমরা এখন প্রিয় ভাই সবুজের শূন্যতা অনুভব করি। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তার পদাঙ্ক অনুসরণ করইে এগিয় যাবে নতুন প্রজন্মের মনোহরগঞ্জ উপজলো ছাত্রলীগ ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads