• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দাগনভূঞায় চারটি বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দাগনভূঞায় চারটি বসতঘর পুড়ে ছাই

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০২০

দাগনভূঞা উপজেলায় আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ওই গ্রামের এনাম ডাক্তার বাড়ীর নজরুল ইসলামের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা পাশের ছিদ্দিক উল্যাহ, শরিয়ত উল্যাহ ও আবু তালেবের ঘরে ছড়িয়ে পড়ে। এতে আব্দুস সোবহানের ছেলে ছিদ্দিক উল্যাহ ও শরিয়ত উল্যার নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল,আবুল হাসেমের ছেলে নজরুল ইসলামের ৫ লাখ টাকা এবং আবুল কাশেমের ছেলে আবু তালেবের ঋণের দুই লাখ টাকা সহ প্রায় ১০ লাখ  টাকার মালামালসহ চারটি বসতঘরই পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে নোয়াখলীর কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, ৪টি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads