• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
নবাবগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল নির্মাণ শ্রমিক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নবাবগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল নির্মান শ্রমিক

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরের নবাবগঞ্জে ড্রেনের নিচে আটকা পড়া নির্মাণ শ্রমিক মোঃ আশেদুল ইসলাম (২৩) অল্পের জন্য প্রাণে রক্ষা পেল । 

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় আশেদুল ইসলাম তার সহযোগী নুর ইসলামকে নিয়ে রামপুর বাজারে নির্মানাধীন ড্রেনের ভিতর থেকে ড্রেনের ঢালাইয়ের সাটারিং খোলার কাজ করছিল বলে জানান ফায়ার সার্ভিস।

আশেদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলা সদরে রামপুর বাজারে নির্মানধীন ড্রেনের কর্মরত শ্রমিক।

ও প্রতক্ষদর্শী জানান, রামপুর বাজারের নির্মানধীন মডেল মসজিদের পার্শ্বে ঐ ড্রেনের উপরে আগে থেকে মসজিদ নির্মান কাজের পাথরের স্তুপ ছিল। পাথরের স্তুপের নিচে ড্রেনের ২টি মুখ ছিল। আশেদুল তা বুঝতে না পেরে ড্রেনের ভিতর থেকে ড্রেনের মুখের সাটারিং ২টি খুলে দেয়। ফলে উপরে থাকা পাথর দ্রুত গতিতে ড্রেনের ভিতরে চলে যায় ও ড্রেনের মুখটি পাথরে বন্ধ হয়ে গেলে আশেদুল সেখানে আটকা পড়ে যায়।

এ সময় নুর ইসলাম ঘটনা দেখে আশেপাশের লোকজনকে খবর দিলে প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ২০ মিনিট ধরে চেষ্টার পর তাকে উদ্ধার করে।

নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আঃ আলিম জানান- তিনি সংবাদ পাওয়ার সাথে সাথেই তার ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে আশেদুল সুস্থ্য রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads