• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তরুণীকে ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তরুণীকে ফেরত পাঠিয়েছে বিজিবি

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মার্চ ২০২০

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে আসা শিউলী খাতুন (১৭) নামে এক ভারতীয় তরুণীকে তিনদিন পর ফেরত পাঠিয়েছে লালমনিরহাট বিজিবি। গত সোমবার বিকালে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফের হাতে তুলে দেয়া হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কুশাহাটের থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে শিউলী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় কুড়িগ্রামের ফুলবাড়ি থানার গংগারহাট গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেন শেখের (২০)। ওই তরুণী গত ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিয়ে বাবুলের বাড়ি আশ্রয় নেয়।

ওই তরুণীকে উদ্ধারে ১ মার্চ বিএসএফের কমান্ড্যান্ট লালমনিরহাট ১৫ বিজিবির কাছে পত্র পাঠায় করে। পরে বিজিবি তরুণীকে উদ্ধার করে গত সোমবার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads