• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
একসঙ্গে ৬০ হাজার শিক্ষার্থীর কন্ঠে ৭মার্চের ভাষণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

একসঙ্গে ৬০ হাজার শিক্ষার্থীর কন্ঠে ৭মার্চের ভাষণ

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২০

দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে একসাথে ৬০ হাজার শিক্ষার্থীর কন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উচ্চারিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ভাষণ পরিবেশন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ভাষণ পরিবেশন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন অংশ গ্রহণ করেন।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads