• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘ন্যানো-টেকনোলজি প্রয়োগে কৃষিতে ফলন বৃদ্ধি পাচ্ছে’

প্রদিনিধির পাঠানো ছবি

সারা দেশ

‘ন্যানো-টেকনোলজি প্রয়োগে কৃষিতে ফলন বৃদ্ধি পাচ্ছে’

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ ২০২০

কৃষিতে ন্যানো-টেকনোলজি ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কোপেন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বাংলাদেশি ন্যানো সায়েন্টিস্ট ড. জামাল উদ্দিন।

শনিবার চাঁদপুরের তিনটি কলেজ পরিদর্শন ও ন্যানো প্রযুক্তি বিষয়ক মোটিভেশনাল বক্তব্যে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘‘বর্তমান বিশ্বে আয়রন ন্যানো-টেকনোলজি, কপার ন্যানো-টেকনোলজি, সিলভার ন্যানো-টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। বিশেষত সিলভার ন্যানো-টেকনোলজি কৃষি ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে ফলন বৃদ্ধি এবং ননটক্সিক এগ্রিকালচার প্রোডাক্ট পাওয়া সম্ভব হচ্ছে।’’

ড. জামাল উদ্দিন বলেন, আমার ইচ্ছে বাংলাদেশে ন্যানো টেকনোলজি বিষয়ে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করা। এ জন্য আমি নিজ দেশে এখন থেকে প্রতি বছরই কয়েকবার আসার চেষ্টা করবো। বিদেশে আমি অনেক বড় হয়ে লাভ কি? যদি নিজের দেশের সেবা করতে না পারি। দেশের গ্রাম-গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের কথা শুনবো। তাদের সাথে নিয়ে দেশের সেবাই এগিয়ে যাবো।

তিনি সকাল ১০টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ, দুপর ১২টায় চাঁদপুর সরকারি কলেজ ও ১.৩০ চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে ন্যানো প্রযুক্তি নিয়ে মতবিনিময় করেন। প্রফেসর ড. জামাল উদ্দিন ন্যানো প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন।

সোলার প্যানেলে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে বলে সভাতে তিনি অবহিত করেন। আলোচনা সভার পর প্রধান আলোচক শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রফেসর ড. জামাল উদ্দিন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত মোটিভেশনালে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কলেজের সহকারি অধ্যাপক সেলিম প্রমূখ।

২০০৫ সালে প্রভাষক হিসেবে যোগ দেন কপিন স্টেট ইউনিভার্সিটিতে। দুই বছর পর হন সহকারী অধ্যাপক। এখন তিনি স্থায়ী সহযোগী অধ্যাপক। শিক্ষা, গবেষণা ও জনসংযোগে বিশেষ অবদান রাখার জন্য ইউনিভার্সিটি সিসটেম অব ম্যারিল্যান্ড (ইউএসএম) প্রতিবছর ‘উইলসন এইচ এলকিনস প্রফেসরশিপ’ দেয়। গত বছর বিরল এই সম্মাননাটি লাভ করেছেন ড. জামাল উদ্দিন।

উল্লেখ্য, বিশ্ববিখ্যাত বিজ্ঞানি ড. জামাল উদ্দিনের জন্মেছেন ঢাকায়, ১৯৬৭ সালের ১ জানুয়ারি। পৈতৃক বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের বলাখালে। বাবা মরহুম আবদুল জলিল, মা বেগম ফজিলেতুন্নেছা। তাঁদের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে জামাল দ্বিতীয়। বাবা ছিলেন ব্যবসায়ী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads