• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের নামে মামলা প্রত্যাহার, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের নিঃশর্ত মুক্তি, তার প্রতি হামলাকারীদের শাস্তি ও নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবিতে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার লোকজন। বক্তারা বলেন, জনগণের টাকায় রাষ্ট্রীয় সম্পদ সংস্কার করে নিজের নামে করার এখতিয়ার প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর নেই। তাছাড়া রাতের অন্ধকারে কোনও নাগরিকের বাড়ি গিয়ে ভাঙচুর, মারধর, বিবস্ত্র করে চোখ বেঁধে এনে তাকে মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনাও নজিরবিহীন। জেলা প্রশাসক সুলতানা পারভীন একটি দায়িত্বশীল পদে থেকে এমন একটি ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, যা দেশবাসীর কাছে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান তারা।  প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর : যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে সমাবেশ ও মানববন্ধনে হয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়ের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক গবেষক বেনজীন খান, প্রেসক্লাব সম্পাদক আহসান কবীর, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন প্রমুখ।

লালমনিরহাট : জেলার মিশন মোড় চত্বরে প্রবীণ সাংবাদিক ড. শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন, আব্দুর রব সুজন, আহমেদুল ইসলাম মুকুল, খোরশেদ আলম সাগর, সুলতান হোসেন, মাজেদ মাসুদ, আসাদুজ্জামান সাজু, মিজানুর রহমান দুলাল, ইলিয়াস বসুনিয়া পবন, জাহাঙ্গীর আলম শাহীন, এস. কে সাহেদ প্রমুখ।

বগুড়া : বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক গণেশ দাস, সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ ফজলে রাব্বি ডলার, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাজাহান, নয়া দিগন্ত পত্রিকার স্টাফ আবুল কালাম আজাদ, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্য নির্বাহী সদস্য এসএম আবু সাঈদ, মানবজমিন পত্রিকার বগুড়া প্রতিনিধি প্রতীক ওমর। এ সময় উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, দৈনিক বগুড়ার মফস্বল সম্পাদক মুহা. বাদল চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদস্য মতিউর রহমান মতি, ফজলুল হক বাবলু, সাংবাদিক নেতা মাহফুজ মন্ডল, ফেরদৌস রহমান, মানবজমিন পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি নাজির হোসেন, ঢাকা টাইমস পত্রিকার বগুড়া প্রতিনিধি এনাম আহমেদ প্রমুখ।

পিরোজপুর : পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধনে শহরের কর্মরত সাংবাদিকসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করে। খালিদ আবুর সভাপতিত্বে ও তামিম সরদারের পরিচালনায় বক্তব্য দেন সাংবাদিক এ কে আজাদ, আরিফ মোস্তফা, তানভীর আহমেদ, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, হাসিবুল ইসলাম হাসান, রেজওয়ান সাজন, ইমন চৌধুরী, ফেরদৌস রহমান প্রমুখ।

সুনামগঞ্জ  : স্থানীয় ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, সুনামগঞ্জ  প্রেসক্লাবে সভাপতি পঙ্কজ কান্তি  দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি শাহজাহান  চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী,  প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিন্দু তালুকদার।  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিমের পরিচালনায় এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক  ডেপুটি কমান্ডার  আবু সুফিয়ান, সুনামগঞ্জ  পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লা আল  নোমান,  জেলা উদীচী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাব ও টিভি ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, কঙ্কন কর্মকার, রতন সিং, আবুল কাশেমসহ প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ বক্তব্য দেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি প্রভাষক অলিউর রহমান নয়ন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল ইসলাম, সমকাল প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, যায় যায় দিন প্রতিনিধি ইউনুছ আলী আনন্দ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি উত্তম কুমার মোহন্ত প্রমূখ।

রৌমারী (কুড়িগ্রাম) : উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, সুজাউল ইসলাম সুজা, এ কে এম হাসানুজ্জামান, মোস্তাফুর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads