• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

নরসিংদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। পরে আলোচনা সভা ও একশ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

আলোচনা সভায় শিশু কিশোর ও শিক্ষার্থীদের উদ্যেশ্যে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পড়ে শোনানো হয়। সভায় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম,পিপিএম বার)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল করিম, অতিরক্তি পুলিশ সুপার মো: জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী উর্ধতন কর্মকতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads