• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিভিন্ন স্থানে জনসমাগমে প্রবেশে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সারা দেশ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বিভিন্ন স্থানে জনসমাগমে প্রবেশে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

গোপালগঞ্জে জনসমাগম বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও নাটোরে বিনোদন কেন্দ্র, বাগেরহাট ষাটগম্বুজ ও কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ রাখা হয়েছে। অপরদিকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : করোনা ভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জে সভা-সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানসহ জনসমাগম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলায় সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া জেলার সকল প্রকার কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার, বন্ধ রাখার জন্য আদেশ দেয়া হলো। এ বিজ্ঞপ্তি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো, বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে।

নাটোর : নাটোরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক শাহরিয়াজ। তিনি জানান, নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে লালপুরের গ্রীনভ্যালি পার্ক কর্তৃপক্ষ গতকাল শুক্রবার থেকেই পার্ক বন্ধ ঘোষণা করেছেন। এছাড়া সকল ধরণের গণজমায়েত , ইসলামী জালসা ও হরিসভাসহ সকল ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

চকরিয়া (কক্সবাজার) : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চকরিয়ায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে এ ঘোষণা কার্যকর করা হয়েছে। বর্তমানে পার্কে আগত দর্শনার্থীদের মূল ফটক থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।

পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী সাক্ষরিত অফিস আদেশে দেশের সকল সাফারি পার্ক, ইকো পার্ক ও অভয়ারণ্য সহ যাবতীয় পর্যটন স্পট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অফিস আদেশটি পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। সকাল থেকে যারা পার্কে প্রবেশ করেছিল, তাদের বের করে দেয়া হয়েছে।

টেকনাফ (কক্সবাজার) : করোনা প্রভাব এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাতায়াত করতে পারবেন না। গতকাল শুক্রবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, করোনা প্রতিরোধে গতকাল শুক্রবার সকাল থেকে এ নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে যেসব পর্যটক রয়েছে তাদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে জাহাজ গেছে দ্বীপে। যে-কয়দিন করোনা প্রভাব থাকবে- ততদিন জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটক স্পর্টগুলোতে ভ্রমণকারীদের না আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে তাদের জাহাজ দ্বীপে রওনা দিয়েছে। তবে শুক্রবার থেকে জাহাজ চলাচল করবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কাল টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর  থাকবে।

বাগেরহাট : করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সুন্দরবন পূর্ব বন বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিদপ্তরের কাস্টডিয়ান গোলাম ফেরদাউস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল থেকে ২ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে যেতে পারবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে বেসরকারি পর্যায়ে বাগেরহাট সদর উপজেলার বারাকপুরে গড়ে ওঠা জেলার অন্যতম পিকনিক স্পট সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটও বন্ধ ঘোষণা করা হয়েছে। বাগেরহাট শহরের বিভিন্ন অভিযাত রেস্তোরাঁয় জনসমাগম সীমিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads