• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাধবদীতে স্পিনিং মিলের গোডাউনে আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাধবদীতে স্পিনিং মিলের গোডাউনে আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

নরসিংদীর মাধবদীতে একটি স্পিনিং মিলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুরে মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকায় মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে আগুনের ধোয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। আগুনের সূত্রপাত দেখতে পেয়ে খবর দেয়া হয় মাধবদী ফায়ার সার্ভিসকে। পরে খবর পেয়ে প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে।

মোবারক আলী স্পিনিং মিলের মালিক মো: ইলিয়াছ আলী বলেন, আগুনে গোডাউনে থাকা সকল তুলা পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads