• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনার সংক্রামণ ঠেকাতে গোপালগঞ্জে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

করোনার সংক্রামণ ঠেকাতে গোপালগঞ্জে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে স্যানিটাইজার, মাস্ক, সাবান বিতরণ ও জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা উদীচী কার্যালয়ে সামনে দুঃস্থদের মাঝে স্যানিটাইজার বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জ জেলা উদীচী এই কার্যক্রমের আয়োজন করে।

এ সময় জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু উপস্থিত ছিলেন।

এদিকে, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নিউটন মোল্যার উদ্যোগে ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জীবানুনাশক ঔষধ স্প্রে করেছেন। এ সময় গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক উপস্থিত ছিলেন।

এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা শিমু বেগম নুপুরের উদ্যোগে সাবান, স্যাভলন ও মাক্স বিতরন এবং শহরের ১০টি পয়েন্ট হাত ধোয়ার কর্ণার স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads