• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
হাতীবান্ধায় বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাতীবান্ধায় বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা ভাইরাস আতঙ্ককে পুুঁজি করে মাস্কের দাম বেশি নেওয়ায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, হাতীবান্ধা থানার তদন্ত ওসি নজির হোসেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারুলিয়া বাজারে অভিযান চালিয়ে মাস্কের দাম বেশি নেওয়ায় আতিকা কসমেটিক্সের মালিক ব্যবসায়ী আতিয়ার রহমানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন দোকানে থাকায় ভাই ভাই স্টোরের মালিক ব্যবসায়ী শাহিনকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সামিউল আমিন বলেন, মাস্কের দাম বেশি নেওয়ায় এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা ও প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন দোকানে থাকায় আরেক ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads