• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বরগুনায় মাঠে নামছে নৌবাহিনী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বরগুনা মাঠে নামছে নৌবাহিনী

বামনা লক ডাউন

  • নির্ঝর কান্তি বিশ্বাস ননী, বামনা (বরগুনা)
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২০

মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারা দেশের ন্যায় বরগুনার বামনা উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজার লকডাউন করা হয়েছে। শুধুমাত্র মুদি দোকান ও ফার্মেসীসহ জরুরী সেবাদান প্রতিষ্ঠান গুলো খোলা রাখা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জনগনকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে ও হোম কোরেনন্টাইন নিশ্চিত করতে ২৩সদস্যের সদস্যের নৌ বাহিনীর একটি দল বামনায় এসেছেন।

এদিকে শিক্ষকদের একটি বেসরকারি সংগঠন সরকারি নির্দেশনা উপেক্ষা করে লোনের টাকা আদায় করলে ওই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাবরিনা সুলতানা।

সরেজমিনে বামনা উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, উপজেলার সকল ব্যবসায়িকগন সরকারের নির্দেশনা মেনে তাদের প্রতিষ্ঠান লক ডাউন করেছেন। তবে এখনো উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মটরসাইকেল, ইজিবাইক, মাহিন্দ্রা ও রিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

বামনা সাহেববাড়ী বাজার বনিক সমিতির সভাপতি আবুল হোসেন সিকদার বলেন, করোনার সংক্রমন ঠেকাতে উপজেলা সদরের সকল দোকান বন্ধ রাখা হয়েছে। এদিকে অসাধু ব্যবসায়িরা যাতে দ্রব্যের মূল্য না বাড়াতে পারে সেজন্য বাজারের মোড়ে মোড়ে মূল্য তালিকা স্থাপন করা হয়েছে।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, নৌবাহিনীর সদস্যরা এসে আমাদের সাথে মিটিং করেছেন। তারা তাদের পরবর্তী নির্দেশনা পাওয়ার পরে জনগনকে ঘরে থাকতে ও হোম কোরেনন্টাইন নিশ্চিত করতে মাঠে কাজ শুরু করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads