• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পশুর হাটে উপচেপড়া ভীড়, করোনা শঙ্কা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পশুর হাটে উপচেপড়া ভীড়,করোনা শঙ্কা

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২০

গরুসহ অন্যান্য পশু কেনা-বেচার জন্য রংপুর বিভাগের সবচেয়ে বড় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীহাট। এই বাজারে একই সঙ্গে মাছ, মাংস, মুরগি, ডালসহ বিভিন্ন সবজি ওঠে।

সারাদেশে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় ওই হাটে। ফলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ। গতকাল বুধবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীহাটে এমন চিত্র দেখা গেছে।

গতকাল বুধবার ছিল হাটের দিন। সরেজমিন সেখানে গিয়ে দেখা যায়, সকাল ৮টার দিকে উপচেপড়া ভীর। ভাইরাস সংক্রমিত হতে পারে জেনেও সচেতন হচ্ছে না মানুষ। প্রশাসন থেকে জনসমাগম না হতে মাইকিং করলেও ওই বড়বাড়ীহাটের ইজারাদার নিয়ম না মেনে লোক সমাগম করে হাট পরিচালনা করছেন। নজরদারিতে রাখা তালিকাভুক্ত বিদেশ ফেরতরাও হাটে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

এসময় বড়বাড়ীহাটের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, জনসমাগম না করার বিষয়ে আমরা কোনো প্রকার নির্দেশনা পাইনি। তাই প্রতিদিনই বাজারে কেনা-বেচা চলছে। জনসমাগমে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে, জানেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভাইরাস আক্রমণ হতে পারে, কিন্তু হাটে না আসলে সংসার চলবে কীভাবে।’

এ ব্যাপারে হাটের ইজারাদার আসহাবুল হাবিব লাভলু কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বলেন, আপাতত হাট-বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা মাইকিং করে জনগনকে সচেতন করার চেষ্ঠা করছি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads