• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নরসিংদীতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রেস ব্রিফিং

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রেস ব্রিফিং

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস নিয়ে জেলার সার্বিক বিষয় তুলে ধরতে নরসিংদীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, এখন পর্যন্ত কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নরসিংদীতে শনাক্ত হয়নি। তবে ৫৬৬ জন প্রবাসী কে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে মঙ্গলবার রাত থেকে নরসিংদী শহরের কাঁচা বাজার, ঔষধ এর দোকান, হাসপাতাল সহ সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কোন প্রয়োজন ছাড়া কেউ বাড়ী থেকে বেড় হতে পারবেন না। বুধবার থেকে প্রতিদিন মোবাইল টিম রাস্তায় টহল দিবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি মোরশেদ শাহরিয়ার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads