• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সখীপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটানো হচ্ছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটানো হচ্ছে

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মার্চ ২০২০

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের সখীপুৃর উপজেলাকে দুইদিন যাবত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে অধিকতর সতর্কতার জন্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জীবাণুনাশক ছড়ানোর চিত্র লক্ষ্য করা গেছে। উপজেলা চেয়ারম্যান নিজেই স্প্রে মেশিন কাঁধে নিয়ে রাস্তায় নেমে পড়ার চিত্রও দেখা যাচ্ছে নিয়মিত।

স্বেচ্ছাসেবী সংগঠন ডিঅমস্ এসোসিয়েশন ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা ও পৌরমেয়র আবু হানিফ আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এসব কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি করছেন। একই সঙ্গে সবাইকে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা চালানো হচ্ছে।

ডিঅমস্ এসোসিয়েশনের সভাপতি আসিবুল হক সজীব বলেন, ইতোমধ্যে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জীবাণুনাশক ছিটানো শেষ হয়েছে। পর্যায়ক্রমে গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads