• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় অসহায় মানুষকে খাদ্য বিতরণ শিক্ষার্থীদের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা ভাইরাস মোকাবেলা

কলাপাড়ায় অসহায় মানুষকে খাদ্য বিতরণ শিক্ষার্থীদের

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটার তিন লক্ষাধিক মানুষ গত এক সপ্তাহ ধরে রয়েছে গৃহবন্দী। জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছে না প্রশাসনের কড়াকড়িতে। বন্ধ রয়েছে জরুরী পণ্য ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান। এ কারনে চরম খাদ্য সংকটে পড়েছে কলাপাড়া ও কুয়াকাটার অর্ধশত বাজারে থাকা মানসিক ভারসাম্যহীন নারী পুরুষ। যাদের ঠিকানা বাজারের টল ঘর ও রাস্তার পাশের কোন ঝুপড়ি।

বাজারগুলোতে মানুৃষের চলাচল বন্ধ থাকায় এবং খাবার হোটেল খোলা না থাকায় এসব ভারসাম্যহীন নারী পুরুষ চরম মানবেতর জীবনযাপন করছিলো। এ মানুষগুলোর দূর্দশা থেকে রক্ষার জন্য এগিয়ে এসেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও একাধিক সামাজিক সংগঠন। এ দুঃস্থ্য মানুষের মুখে খাবার তুলে দেয়ার পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক বিতরণও করছে চিকিৎসকসহ সর্বস্তরের মানুৃষের মধ্যে।

কলাপাড়ায় দুঃস্থ্যদের জন্য সরকারি বরাদ্দ এখনও বিতরণ শুরু না হলেও মহিপুরে যুবসমাজের উদ্যোগে বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। গত দুইদিন ধরে মহিপুর বন্দর, ও কুয়াকাটায় অবস্থানরত প্রায় শতাধিক বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।

একইভাবে এসএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থীরা সহপাঠীদের কাছে থেকে আর্থিক সহায়তা নিয়ে শনিবার কলাপাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করে। এসময় প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, ময়দা, তৈল, সাবান, লবন ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুইশত হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের মসজিদ, মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে জীবানুনাশক স্প্রে করেন তারা।

এ ব্যাপারে খাবার বিতরণের উদ্যোগতা ইমরান দেওয়ান বলেন, এলাকার কিছু বড়ভাই এবং প্রবাসী বড়ভাইদের অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি। যতদিন এই মহামারী করোনা ভাইরাসের প্রকোপ দেশে রয়েছে ততদিন এই মানবিক কাজ করে যাবো।

মহিবুল্লাহ পাটোয়ারী বলেন, সমাজের বিত্তবান মানুষদের দেশের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। আশাকরি আমাদের এই কার্যক্রম সামাজ থেকে সমাজে ছড়িয়ে পরবে এবং সবাই সবার জন্য ঝাপিয়ে পড়বে।

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মরত চিকিৎসক ও ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশনে দায়িত্ব পালনে নিয়োজিত সংবাদকর্মী ও কলাপাড়া হাসপাতালের চিকিৎসকদের মধ্যে মাস্ক বিতরণ করেছে  বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে। কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদারের হাতে স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের ব্যবহারের জন্য ২৫০টি মাক্স তুলে হয়।

এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক মোশারেফ হোসেন মিন্টুসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads