• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দিচ্ছে প্রশাসন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দিচ্ছে প্রশাসন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

নেত্রকোনার কলমাকান্দায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।

শনিবার বিকালে সাড়ে ৩ টায় থেকে সন্ধ্যা পযন্ত সদরের বিভিন্ন দোকানের সামনে এই বৃত্ত আঁকা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে বৃত্তের মাঝে দাঁড়িয়ে কেনাকাটা করার নির্দেশ দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম ।

জেলা প্রশাসকের নির্দেশে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা শনিবার বিকালে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পযন্ত সদরের কলমাকান্দা বাজারে কাঁচা মহাল, চাল মহাল, ওষুধের দোকান সামনে বৃত্ত চিহ্নিত করে দেন। বিভিন্ন দোকানের সামনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে সাদা বৃত্তের চিহ্ন দেওয়ার কাজ শুরু করেন। পরে পর্যায়ক্রমে সদরসহ উপজেলার বিভিন্ন বাজারে দোকানের সামনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে সাদা বৃত্তের চিহ্নের এ কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। এসময় ওই কার্যক্রমে অংশ নেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads