• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সুনামগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা পরীক্ষার  আগেই দাফন সম্পন্ন

সংগৃহীত ছবি

সারা দেশ

সুনামগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা পরীক্ষার আগেই দাফন সম্পন্ন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

সুনামগঞ্জের পূর্ব নতুনপাড়ায় কাশি ও শ্বাসকষ্টে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। পরীক্ষা করার আগেই ওই নারীর দাফন সম্পন্ন করে ফেলা হয়েছে।

আজ সোমবার ভোর ৬টায় অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নারীর স্বামীকে করোনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় এক নারী উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের রোগী ছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভুগছিলেন। সোমবার ভোরে পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, কর্তব্যরত চিকিৎসক তাদের জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই ওই নারী মারা গেছেন। 

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, মৃতের স্বামী জানিয়েছেন, তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। স্ত্রীর মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কি-না  তা পরীক্ষা করতে সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। মৃত নারীর দাফন সম্পন্ন হওয়ায় তার কোনো পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads