• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কলমাকান্দায় কর্মহীন হত-দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় কর্মহীন হত-দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে সরকারি বিধি নিষেধের কারণে সাধারণ মানুষ যখন ঘরে থাকতে বাধ্য হচ্ছে, ঠিক সেই সময় কর্মহীন হত-দরিদ্র মানুষের দুর্ভোগ দুদর্শা লাঘবে সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে কলমাকান্দা মুক্তিনগর যুবসমাজ।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কল-কারখানা, দোকান-পাট বন্ধ ঘোষণা করে সকল মানুষকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন। আর এ নির্দেশ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা কাজ করছে। সব ধরণের কাজ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ। যারা দিন এনে দিন খায় তারা কোন কাজ করতে না পারায় তাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ, দুর্দশা লাঘবে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে নেত্রকোনা কলমাকান্দা  মুক্তিনগর যুবসমাজ।

কলমাকান্দা মুক্তিনগর যুবসমাজের উপদেষ্টা পল্টন আচার্য্য এর ওই এলাকার যুবকদের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে মুক্তিনগর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছয়টি ডাস্টবিন স্থাপন করেছেন। ধারাবাহিকতায় কর্মসূচির আলোকে রোববার রাতে সদর ইউনিয়নের মুক্তিনগর এলাকায়  অসহায়, দুস্থ ও হত-দরিদ্র ১৫ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান, পাউডার,ও একটি, মাস্ক বিতরণ করা হয় । এ সময় ওই যুব সংগঠনের যুবকরা উপস্থিত ছিলেন।

কলমাকান্দা মুক্তিনগর যুবসমাজের উপদেষ্টা পল্টন আচার্য্য বলেন, মুক্তিনগর যুবসমাজ অরাজনৈতিক সংগঠনের মতো অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য এনজিওগুলো নিন্ম আয়ের মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসলে দেশের এই দুর্যোগকালীন সময়ে কর্মহীন নিম্ন আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ, দুর্দশা অনেকটাই লাঘব হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads