• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনায় ইতালিতে নতুন করে প্রাণ হারাল ৭৫৬ জন

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনায় ইতালিতে নতুন করে প্রাণ হারাল ৭৫৬ জন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ইতালিতে ৭৫৬ জন রোগী মারা গেছে। গতকাল রোববারসহ দেশটিতে করোনায় মোট ১০ হাজার ৭৭৯ জনের মৃত্যু হলো। তবে টানা দ্বিতীয় দিনের মতো মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।

ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতালি এখনও সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। তবে সর্বোচ্চ সংক্রমণের কাছাকাছি পৌঁছে গেছে ইতালি বলেও সতর্ক করে দেন তারা।

শনিবার টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে এক ঘোষণায় বলেন, নাগরিকদের প্রয়োজন মেটাতে স্থানীয় প্রশাসনকে ৪৩০ কোটি ইউরো দেবে তার সরকার।এছাড়া যারা খাবার-দাবার ও প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না তাদের ব্যয় নির্বাহের জন্য মেয়র ও স্থানীয় প্রশাসকদের আরও ৪০ কোটি ইউরো দেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads