• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাঁথিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাঁথিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং

  • রফিকুল ইসলাম সান, সাঁথিয়‍া (পাবনা)
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় সিএন্ডবি চতুর বাজারে মনিটরিং করেছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল রাইয়ান।
বাজার মনিটরিং-এর সময় সিএন্ডবি বাজার বনিক সমিতি'র সভাপতি মিজানুর রহমান উকিল, সহ- সভাপতি নূর হোসেন, সাধারন সম্পাদক ইউসুফ খান, বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম(সান) ও এসআই নুর মোহাম্মদ সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বাংলাদেশের খবরকে বলেন, নিয়মিত এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে, লোকজনকে নিজ গৃহে অবস্থান করতে উৎসাহিত করা হচ্ছে। স্বল্প আয়ের মানুষদের জন্য চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে এবং আরো করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads