• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত

সংগৃহীত ছবি

সারা দেশ

সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

সুন্দরবনে র‌্যাব-৬ এর সাথে বন্দুকযুদ্ধে ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময়ে র‌্যাবের দুই সদস্য আহত হয়।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ বাংলাদেশের খবরকে জানান, 'সোমবার রাতে আমাদের কাছে খবর আসে চাঁদপাই রেঞ্জের কোদালিয়া খাল এলাকায় বনদস্যুরা জেলেদের উপর আক্রমন করার পরিকল্পনা করছে। তারা একটি বিকাশ নম্বরও জেলেদের পাঠিয়েছে চাঁদার অর্থ পরিশোধের জন্য। এতথ্য নিশ্চিত হবার পর রাতেই অভিযান শুরু করি। সকাল পৌনে ৮ টার দিকে র‌্যাবের একটি দল বনদস্যুদের আস্থানা ঘিরে ফেলে। এঅবস্থায় দস্যুরা আমাদের লক্ষ্যকরে গুলি ছুড়তে থাকে। আধাঘন্টা গোলাগুলির পর দস্যুরা পিছু হটে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক বনদস্যুকে র‌্যাব উদ্ধার করে। এসময়ে র‌্যাবের দুই সদস্যও আহত হয়। তাদেরকে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বনদস্যুর মৃত্যু হয়।

নিহত বনদস্যুর নাম ফারুক মোড়ল। সে ফারুক বাহিনীর প্রধান। তার বাবার নাম আকবর মোড়ল। সে খুলনা জেলার দাকোপ উপজেলার কলাবগি গ্রামের বাসিন্ধা। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ১টি দেশি বন্দুক, ১টি রাম দা , হাসুয়া, ১১ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসাসহ নৌকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads