• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গাজীপুরের কালীগঞ্জে জীবাণুনাশক স্প্রে করলেন পৌর মেয়র

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গাজীপুরের কালীগঞ্জে জীবাণুনাশক স্প্রে করলেন পৌর মেয়র

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

গাজীপুরের কালীগঞ্জের রাস্তায়  জীবাণুনাশক মেশিন দিয়ে স্প্রে করেছেন পৌর মেয়র মো. লুৎফুর রহমান।

গতকাল রোববার (৩১ মার্চ) দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কালীগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে ‘জীবাণুনাশক মেশিন’ দিয়ে স্প্রে করেন মেয়র।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ পৌরসভার সচিব মো. মিলন জানান, কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জীবাণুনাশক মেশিন’ দিয়ে দিনব্যাপী কালীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড, বাজার শহীদ ময়েজ উদ্দিন সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শহরের আশপাশের এলাকার সড়কে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

জীবাণুনাশক স্প্রে করার সময় পৌর মেয়র মো. লুৎফুর রহমান পৌরবাসীকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। এজন্য প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে বের না হওয়া এবং সরকারের স্বাস্থ্যবার্তা মেনে চলার আহ্বানও জানান তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads