• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
 মির্জাগঞ্জে অসুস্থ নারী করোনায় আক্রান্ত  নয়, দাবি স্বাস্থ্য কর্মকর্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

 মির্জাগঞ্জে অসুস্থ নারী করোনায় আক্রান্ত  নয়, দাবি স্বাস্থ্য কর্মকর্তার

ফেসবুকে ভাইরাল খবরে আতঙ্ক

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

পটুয়াখালীর  মির্জাগঞ্জে অসুস্থ নারী করোনায় আক্রান্ত  নয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.দিলরুবা ইয়াসমিন লিজা। 

করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়েঢাকার থেকে মির্জাগঞ্জে পালিয়ে এসেছে শাহিদা বেগম (৪২) নামের ওই নারী,  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ভাইরাল হয়। এতে পুরো উপজেলায় আতংক ছড়িয়ে পড়ে।

পরে খবর নিয়ে জানায় তিনি আসলে টাইফয়েডে ভুগছেন। আর এ বিষয়টি নিশ্চিত করেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.দিলরুবা ইয়াসমিন লিজা।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প.প. কর্মকর্তা ডা.দিলরুবা ইয়াসমিন লিজা জানান,লৌহজং থেকে আসা ঐ নারীর চিকিৎসার সকল কাগজপত্র দেখেছি এবং বাড়িতে গিয়ে তার বর্তমান শারিরীক অবস্থা পর্যবেক্ষন করেছি।

কিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের পূর্বে জ্বর,গলা ব্যাথা,মাথা ব্যাথা,সর্দি হওয়ার কোন উপসর্গ তার শরীরে পাওয়া যায়নি। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।  শাহিদা বেগম করোনা ভাইরাস রোগে আক্রান্ত নন,টাইফয়েড রোগে আক্রান্ত এবং তিনি চিকিৎসকের পরামর্শানুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে ডা.দিলরুবা ইয়াসমিন লিজা জানান। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads