• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পূর্বধলায় অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

নেত্রকোনার পূর্বধলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার থানা রোডে আকন্দ বাড়ী সংলগ্ন পাল পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়লে গণেশ পাল ও প্রানেশ পালের ঘরের এক পাশ থেকে হঠাৎ আগুন ভেসে উঠে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে নেত্রকোনা জেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে আসে।

এ সময় পাশ্ববর্তী লিটন পালের একটি ঘরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্তদের দাবী অগ্নিকাণ্ডে ঘর, আসবাব পত্র, অন্যান্য মালামাল, নগদ অর্থসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সহযোগিতা করা হবে বলে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads