• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শরীয়তপুরে আইসোলেশনে এক রোগীর মৃত্যু, ৫ পরিবার লকডাউনে

সংগৃহীত ছবি

সারা দেশ

শরীয়তপুরে আইসোলেশনে এক রোগীর মৃত্যু, ৫ পরিবার লকডাউনে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

শরীয়তপুরে  হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের তত্বাবধায়ক মুনীর আহমেদ খান জানান, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত  ওই রোগী টিবি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার অবস্থা খারাপ হতে থাকে। তখন তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আমরা রোগীর ২ টা পরিক্ষা করি, একটাতে তার টিবি রোগ ধরা পড়ে। তার জন্য শ্বাসকষ্ট হয়। আরেকটি রিপোর্টে তার লিভারে পানি জমে ছিল। সাথে জ্বরও ছিলো। এখন এগুলো যক্ষা হলেও হতে পারে।

তিনি আরো জানান, রোগীর বাড়ি নড়িয়ায়। সেখানে সবচেয়ে বেশী প্রবাসী। তাই সব কিছু ভেবে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। 

বিষয়টি আইইডিসিআরকে জাাননো হয়েছে। রোগীটি করোনা আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষার জন্য আজ বুধবার তারা এসে নমুনা সংগ্রহ করবেন বলেও জানান তিনি।

এদিকে, ওই ব্যক্তির আশেপাশের পাঁচটি পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন শ্রমিক। তিনি দীর্ঘদিন যাবত যক্ষ্মা রোগে ভুগছিলেন। বর্তমান পরিস্থিতি চিন্তা করে তার বাসার আশেপাশের পাঁচটি পরিবারকে লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads