• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সখীপুরে করোনা সন্দেহে এক ব্যক্তি আইসোলেশনে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে করোনা সন্দেহে এক ব্যক্তি আইসোলেশনে

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি গাজীপুরে একটি কারখানায় চাকরি করেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে সখীপুর সরকারি মুজিব কলেজে স্থাপিত আইসোলেশনে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ জানান, ওই ব্যক্তি গত মঙ্গলবার রাতে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। বুধবার সকালে তাঁর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে ইউএনও’র পরামর্শে প্রতিবেশীরা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠায়। কিন্তু ওই ব্যক্তি হাসপাতালে আসার পথে ভয়ে মধুপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্যে চলে যান। পরে প্রশাসনের উদ্যোগে ওই ব্যক্তির সহোদর বড় ভাইয়ের পরামর্শে তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

ইউএনও আসমাউল হুসনা লিজা বাংলাদেশের খবরকে বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ির আশপাশের আটটি পরিবারকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, জ্বর বমি ও পাতলা পায়খানা হলেই যে করোনা ভাইরাসে আক্রান্ত হবে এটা নিশ্চিত নয়। সাধারণ জ্বরেও বমি পাতলা পায়খানা হতে পারে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য প্রস্তুতি চলছে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর আলম জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার আরো দুই ব্যক্তির জ্বর ও শ্বাস কষ্টের খবর আসে। আমরা ডাক্তারদের একটি টিম ঠিকানা অনুযায়ী ওই এলাকায় গিয়ে একজনকে খুঁজে পাইনি অপরজনের শরীরে জ্বর ও শ্বাস কষ্টের কোনো লক্ষণই পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads