• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
তাড়াশে মানুষকে ফেরাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

তাড়াশে মানুষকে ফেরাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস নিয়ে যখন সারাদেশ অতিষ্ঠ তখন করোনা ভাইরাস নিয়ে অসচেতনতা ঠেকাতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী ও সামরিক বাহিনীর সদস্যরা। করোনা ভাইরাস এর বিরুদ্ধে অসচেতনতা ঠেকাতে গত বুধবার থেকেই সারাদেশের মোতায়েন করা হয়েছে সেনা বাহিনীকে। তারই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন বাজারে চলছে সেনা টহল। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ পৌর এলাকার প্রেসক্লাবের সামনে থেকে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ একটি বিশেষ টহল দল। রাস্তাঘাটে মানুষের জনসমাগম ঠেকাতে ও জনসমাগম হয় এমন কার্যকলাপ ঠেকাতে বাহিনীগুলোর যৌথ টহল।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোঃ মাহবুবুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, জনসমাগম হয় এমন কোন কাজ আমরা কাউকে করতে দিচ্ছি না, রাস্তায় গণপরিবহন চলতে দিচ্ছিনা, অযথা রাস্তায় যেন মানুষ না থাকে সেদিকে বেশি নজর রাখছি।

তিনি আরও জানান, মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে, রাস্তাঘাটে যে হারে মানুষ ছিল তার তুলনায় তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, আশা করা যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হয়তো আর রাস্তাঘাটে অযথা মানুষ থাকবে না। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আমরা গণহারে বিভিন্ন পদ্ধতিতে প্রচারণা চালাচ্ছি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান সমগ্র তাড়াশ উপজেলা ব্যাপি নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads