• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে দেড় হাজার পরিবারে উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রতীকী ছবি

সারা দেশ

গোয়ালন্দে দেড় হাজার পরিবারে উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উত্তরন ফাউন্ডেশন ও মিরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেড় হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দৌলতদিয়ার যৌনজীবি ও হিজড়া এবং শুক্রবার গোয়ালন্দ শহরে হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণের প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি করে লবন। 

ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশের ন্যায় গোয়ালন্দেও কড়াকড়িভাবে লকডাউন চলছে। বন্ধ করে দেয়া হয়েছে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী।

এতে আয় রোজগার বন্ধ হয়ে যৌনজীবি, হিজড়া ও অন্যান্য দরিদ্র মানুষ চরম বিপাকে পড়েছেন। তাদের দূর্দশা কিছুটা লাঘবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ দেওয়া হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads