• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় করোনায় আক্রান্ত সন্দেহে দুই বাড়ি লকডাউন

কুমিল্লার হোমনায় দুইজনের নমুনা সংগ্রহ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় করোনায় আক্রান্ত সন্দেহে দুই বাড়ি লকডাউন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

কুমিল্লার হোমনায় উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন। উপজেলার ঝগড়ার চর ও খোদেদাইদপুর গ্রামের ওই বাড়ি দুটি লকডাউন করে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা এবং অন্যদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করা হয়। নমুনা সংগ্রহের পর সন্দেহভাজন একজনকে জরুরী ভিত্তিতে ঢাকায় রেফার করা হয়েছে। সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের পর ডাক্তারদের ব্যবহৃত পিপিই এবং বসার আসনটি আগুনে পুড়ে ফেলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, করোনা আক্রান্ত সন্দেহভাজন একজন গত চারদিন আগে বাড়ি ঢাকা থেকে বাড়ি আসেন। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকুরী করেন। অপর ব্যক্তি পেশায় আইনজীবী। তাদের দুজনেরই সর্দি-কাশি, জ্বর, গলাব্যথা যা করোনার উপসর্গ। ডা. মাহবুবুর রহমান ও মেডিকেল টেকনোলজিস্ট আবদুল্লাহ আল কাফীর মাধ্যমে ওই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানো হয়েছে।

শুক্রবার ইউএনও তাপ্তি চাকমা সন্দেহভাজন দুই ব্যক্তির বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads