• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাটগ্রামে প্রশাসনের নির্দেশনা মানছেনা লোকজন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাটগ্রামে প্রশাসনের নির্দেশনা মানছেনা লোকজন

  • পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার তৎপড়তায় পুলিশ, সেনাবাহিনীসহ প্রশাসন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে থাকলেও স্থানীয় বাজারমুখী লোকজন নির্দেশনা মানছেন না।

করোনা ভাইরাসের প্রদুর্ভাব প্রতিরোধে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা ও লোকজনকে অযথা বাজারে ঘোরাফেরা না করতে টহল জোরদার করেছে প্রশাসন।

প্রশাসন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখলেও উৎসুক লোকজন নির্দেশনা না মেনে অকারণে ঘুরে বেড়াচ্ছে। লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কসহ গ্রাম এলাকা থেকে চলছে যাত্রীবাহী ভ্যান, ইজিবাইক। গ্রাম এলাকার স্থানীয় হাট-বাজার গুলোতে জনসাধারণের ভীড় সবচেয়ে বেশি দেখা গেছে। শহরের চেয়ে গ্রামের মানুষদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অভাব বেশী দেখা যাচ্ছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জনসাধারণের অযথা ঘোরাফেরা রুখতে সর্বোচ্চ চেষ্টা করছি। মাইকিং করে যাত্রীবাহী অটো রিক্সা, মাহেন্দ্রা, ইজিবাইক না চালাতে অনুরোধ করছি। পুলিশ, সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads