• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
'ঘ‌রে ঘ‌রে ভো‌টের জন্যে এ‌সেছিলাম; এবার আস‌ছি খাদ্য সামগ্রী নি‌য়ে'

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

'ঘ‌রে ঘ‌রে ভো‌টের জন্যে এ‌সেছিলাম; এবার আস‌ছি খাদ্য সামগ্রী নি‌য়ে'

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

টাঙ্গাই‌লের সখীপুর উপ‌জেলার দা‌ড়িয়াপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আনছার আলী আ‌সিফ খাদ্য সামগ্রী বিতরণ শুরু ক‌রে‌ছেন।

আজ শ‌নিবার সকা‌লে প‌রিষদ ভব‌নের সাম‌নে এ বিতরণ কার্যক্র‌মের উ‌দ্বোধন হয়। চেয়ারম্যা‌নের নিজস্ব ব্যবস্থাপনায় গ‌ঠিত তহবিল থে‌কে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌চ্ছে। ইউনিয়নের ৯টি ওয়া‌র্ডে গ্রা‌মে গ্রা‌মে গি‌য়ে তি‌নি নিজ হা‌তে খাদ্য সামগ্রী পৌঁ‌ছে দি‌বেন ব‌লে জানা গে‌ছে। ‌

বিতরণ কার্যক্রম অব্যাহত থাক‌বে জা‌নি‌য়ে চেয়ারম্যান আনছার আলী আ‌সিফ তার ইউ‌নিয়নবাসী‌কে ‌ধৈর্য ধরার আহ্বান জানান। তি‌নি ব‌লেন, সরকা‌রি নি‌র্দেশনা‌ মে‌নে ঘ‌রে অবস্থান করুন, আমরা খাদ্য সামগ্রী আপনার ঘ‌রেই পৌঁ‌ছে দে‌বো। মাননীয় প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে নির্বাচ‌নের সময় দ্বা‌রে দ্বা‌রে ভো‌টের জন্যে ঘু‌রে‌ছি। এবার সেই দ্বারে দ্বা‌রেই যা‌চ্ছি খাদ্য সামগ্রী নি‌য়ে।

ইউ‌নিয়‌নের প্র‌তিমা বংকী গ্রা‌মে খাদ্য সামগ্রী বিতর‌ণের সময় সা‌বেক ইউপি সদস্য আলহাজ্ব আবদুল কদ্দুছ, উদয়ন উচ্চ‌বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, প্যা‌নেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ৯নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য আলতাব হো‌সেন, ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি শাহাদত হো‌সেন, সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

আনছার আলী আ‌সিফ বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন ও ঘরে থাকার আহ্বান করা হ‌চ্ছে। এছাড়াও সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানা‌নো হ‌চ্ছে। এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads