• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চাটমোহরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, মহিলাসহ আহত ২০

সংগৃহীত ছবি

সারা দেশ

চাটমোহরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, মহিলাসহ আহত ২০

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

পাবনার চাটমোহরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের বড়সিঙ্গা গ্রামে নওশের ও দুলাল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত উভয় পক্ষের ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন বড়সিঙ্গা গ্রামের দুলাল হোসেন (৬০), জালাল হোসেন (৬৫), মামুন হোসেন (৩০), সাইফুল ইসলাম (৩২), নওশের (৪৫), রফিক আলী (৬৫), নাঈম (২০), আব্দুল্লাহ (২২), জয়নাল (২০), আমেনা খাতুন (৩০), মর্জিনা খাতুন (৪৫), মোস্তফা (৪০), পিপুল (২০) ও মিরাজ (২০)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আয়নাল হোসেনের ছেলে মিনাজ আলী দুলাল হোসনের পক্ষের জমি থেকে রসুন তুলে আনে। এনিয়ে মিরাজকে চোর সাব্যস্ত করে মারধর করা হয়। মিরাজ বর্তমানে পাবনা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জের ধরে শনিবার সকালে হেলালের ছেলে মামুন চাটমোহর বাজার থেকে বাড়ি ফেরার পথে বিলচলন ইউনিয়নের বোঁথন ঘাটে আবজালের ছেলে জয়নালের সাথে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে মামুনকে মারধর করা হয়। বিষয়টি গ্রামে জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি সেখ মো: নাসীর উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads