• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কক্সবাজারে বজ্রপাতে নিহত ৪

কক্সবাজার ম্যাপ

সারা দেশ

কক্সবাজারে বজ্রপাতে নিহত ৪

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

কক্সবাজারের মহেশখালীতে ৪ মার্চ বিকালের ঝড়ো হাওয়া সহ হঠাৎ বজ্রপাতে ৩ জন লবণ চাষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, লবণ উৎপাদনের ভরা মওসুমে বিকালে হঠাৎ দমকা হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাত হলে এ বজ্রপাতে লবণ মাঠে কর্মরত অবস্থায় ৩ জন লবণ চাষী নিহত হয়।

নিহত লবণ চাষীরা হলেন, বড়মহেশখালী জাগিরাঘোনা গ্রামের মোঃ জালালের পুত্র ফারুক (২৫), হোয়ানকের বানিয়া কাটা গ্রামের নেছার আহমদের পুত্র মানিক (১৭) ও পেকুয়ার টৈটং এর ছৈয়দুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান।

এছাড়াও কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করছেন মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র।

এদিকে ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরে মাছ ধরা অবস্থায় নৌকা থেকে পড়ে গিয়ে শহরের নুনিয়ারছড়ার শাহআলম নামের এক ব্যবসায়ি নিহত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads