• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মিরসরাইয়ে খাদ্য সহায়তা দিলো পৌর আওয়ামী লীগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মিরসরাইয়ে খাদ্য সহায়তা দিলো পৌর আওয়ামী লীগ

  • মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

মিরসরাই পৌর আওয়ামী লীগের উদ্যোগে চার’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে মিরসরাই পৌর আওয়ামী লীগ ও পৌরসভাস্থ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, কাউন্সিলর জয়নাল আবেদীন, নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মিরসরাই পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মেজবা উল আলম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, এবায়দুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোঃ বেলাল শামীম, মিরসরাই পৌর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জেকি প্রমুখ।

মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কর্মহীন হয়ে যাওয়া মিরসরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের চার’শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এছাড়াও পৌরসভার উদ্যোগে ১৫০০ পরিবারের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়। ৩৫০০ টি সাবান ও ৮ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধনের জন্য স্প্রে ও জীবাণুনাশক স্প্রে করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads