• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নোয়াখালীর সেনবাগে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নোয়াখালীর সেনবাগে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর সেনবাগ উপজেলার অসহায় দুস্থ ও গরীবদের পাশে এসে দাড়িয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান। অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন ত্রাণ সামগ্রী।

শনিবার (৪ এপ্রিল) রাতে সেনবাগের ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার।

ফিরোজ আলম রিগান বলেন, ইতোমধ্যে সরকার, উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর পরেও বহু অসহায় লোক বাদ পড়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যক্তিগতভাবে শনিবার রাতে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেই। তারপরও যদি কেউ বাকি থাকে তাদেরকেও ত্রাণ দেওয়ার চেষ্টা করব।

ফিরোজ আলম রিগান ছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, মানব সেবা ফাউন্ডেশন এর সভাপতি জাহিদুল ইসলাম আমান, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, আবু শাকের রিয়াদ, শেখ ফিরোজ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সেনবাগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাহাদ আলম ও ছাত্রলীগ নেতা এমরান হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads