• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
১১ এপ্রিল পর্যন্ত কুমিল্লায় রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

সারা দেশ

১১ এপ্রিল পর্যন্ত কুমিল্লায় রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১১ তারিখ পর্যন্ত কুমিল্লায় প্রায় পাঁচ হাজার রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

গতকাল শনিবার সন্ধ্যায় এসব রিকশা ও ইজিবাইকগুলোকে কুমিল্লা টাউনহল মাঠে ডেকে এনে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেয়া হয়।

আগামী ১১ এপ্রিলের আগে এসব যানবাহন রাস্তায় দেখা গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এই সিদ্ধান্তে শুরুতে এসব যানবাহনের চালকরা বিক্ষুদ্ধ হলেও পরে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহারের শান্তনায় তারা এই সিদ্ধান্ত মেনে নেয়।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তে ইতোমধ্যে আন্তঃজেলা পরিবহন বন্ধ আছে। আমরা চাই মানুষ এ সময়টাতে সামাজিক দুরুত্ব মেনে চলুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads