• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাধবপুরে করোনায় মাশরুম চাষীরা ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাধবপুরে করোনায় মাশরুম চাষীরা ক্ষতিগ্রস্ত

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস মহামারিতে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জের মাধবপুরের  মাশরুম চাষীরা। আজ রোববার মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়নের মাশরুম চাষী আরজান চৌধুরী ফোনে জানান, করোনার প্রভাব পরেছে  তার মাশরুম চাষে ।

তিনি জানান, উপজেলা সদর থেকে বাড়ি দূর হওয়ায় এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় তিনি মাশরুম বিক্রি করতে পারছেন না। প্রতি মাসে তিনি ১০ থেকে ১৫ হাজার টাকার মাশরুম বিক্রি করতেন। 

করোনার প্রভাবে গত ২৬ মার্চ থেকে আজ ৫ এপ্রিল বিক্রি না করায় পচে যাচ্ছে এসব মাশরুম। এমন অবস্থা চলতে থাকলে মাশরুম চাষ বন্ধ করে দিতে হবে বলেও জানান তিনি।

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা তাপস চন্দ্র দেব জানান,  পরিস্থিতি স্বাভাবিক হলে মাশরুম চাষী আরজান চৌধুরীকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads