• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দৌলতদিয়া ঘাটে সেনা টহল, নৌরুটে যান পারাপারে কড়াকড়ি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দৌলতদিয়া ঘাটে সেনা টহল, নৌরুটে যান পারাপারে কড়াকড়ি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

গতকাল শনিবার গার্মেন্টস কর্মীসহ শ্রমজীবী মানুষের ঢল নেমেছিল দেশের ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। গাদাগাদি করে ফেরিতে মানুষ পারাপারের সেই ছবি ও সংবাদ দেশের জাতীয় গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সরকারি ছুটি, লকডাউন ও যানবাহন বন্ধের মধ্যে এভাবে অবাধে অসংখ্য মানুষের চলাচল নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ অবস্থায় আজ রোববার সকাল থেকে নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রশাসন। সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে ভ্রাম্যমান আদালতের তত্ত্বাবধানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিতে থাকেন।

পুলিশ ও ফেরি সংশ্লিষ্টরা জানান, এম্বুলেন্স এবং এ জাতীয় অতি জরুরী যানবাহন পারাপারের জন্য সকাল ৬টা থেকে বেলা ৪টা পর্যন্ত নৌরুটে মাত্র দুটি ফেরি চালু রাখা হয়। এর মধ্যে ঘাট এলাকায় বিভিন্ন কাঁচামাল ও অন্যান্য জরুরী মালামালের শতাধিক যানবাহন দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়লে কর্তৃপক্ষ বিকেল ৪টার দিকে আরো ৪টি ফেরি চালু করে। তবে মানুষের পারাপার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

এদিকে গার্মেন্টস খোলা রাখা ও রোববারের মধ্যে কাজে যোগদানের বাধ্যবাধকতার খবর প্রচারের পর ৫ এপ্রিল রোববার থেকে ১১ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস ছুটি ঘোষনা করে বিজিএমইএ। এ অবস্থায় কাজে যোগ দিতে যাওয়া অনেক শ্রমিক পুনরায় ফিরতে শুরু করেছেন। তারা পাটুরিয়া ঘাটে এসে লঞ্চ ও ফেরি না পেয়ে ট্রলার যোগে নদী পার হচ্ছেন। একই ভাবে দৌলতদিয়া ঘাট থেকেও বহু মানুষকে ট্রলার ও জেলে নৌকায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে নদী পার হতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এম্বুলেন্স ও অতি জরুরী যান পারাপারের জন্য রোববার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ২টি ফেরি চালু রাখা হয়। তবে ঘাটে কাঁচামালসহ অন্যান্য জরুরী পন্য বোঝাই অনেক যানবাহন আটকে যাওয়ায় বিকেল ৪টা থেকে আরো ৪টি ফেরি বাড়ানো হয়েছে। এছাড়া ফেরিতে ও ঘাট এলাকায় জনসমাগম বন্ধ করতে ঘাটে পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে ভ্রাম্যমান আদালত সার্বক্ষনিক কাজ করছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, দৌলতদিয়া ঘাট দিয়ে মানুষের পারাপার ঠেকাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads