• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত

কেরানীগঞ্জের আক্রান্ত রোগীর ওই বাড়িটি লকডাউনের প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। নাম গোলাম মোস্তফা (৬৮)। তিনি কদমতলী মডেল টাউনের ১ নাম্বার রোডের ৬৮ নাম্বার বাড়ির অধিবাসী। আক্রান্ত ব্যক্তি একজন ব্যবসায়ী। এই তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন।

তবে তিনি কিভাবে, কার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হলেন তা এখনও জানা যায়নি। বর্তমানে সে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছে।

আক্রান্ত গোলাম মোস্তফার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুরে বিষটি নিশ্চিত করেছেন তার বাড়ির দারোয়ান ফজলুল।

ঢাকার কদমতলী মডেল টাউনের ৯ তলা বাড়িতে ১৪টি পরিবারের বসবাস। আক্রান্ত ব্যাক্তি ৯ম তলায় তার নিজস্ব ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতো।

আক্রান্ত গোলাম মোস্তফার তিন ছেলে (বিদেশে থাকে),ছেলের বউ ও তারা স্বামী স্ত্রী মিলে একই ফ্ল্যাটে বসবাস। বাড়ির পাশে (মডেল টাউন) বি ব্লোকে তার একটি পুরাতন টিভি সার্ভিসের দোকান আছে।

ইতোমধ্যেই কেরানীগঞ্জের ওই বাড়িটি লকডাউনের প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads