• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
দুর্বৃত্তের বিষে ঝলসে গেছে বেগুন ক্ষেতে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্বৃত্তের বিষে ঝলসে গেছে বেগুন ক্ষেতে

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের মধুপুরে রাতের আধাঁরে দুর্বৃত্তদের ছোড়া ঘাস মারা বিষে এক কৃষকের ৩৫ শতাংশ জমির বেগুন খেত ঝলসে মরে যাওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (০৪ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। কৃষক আঃ লতিফের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ জমি মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায়, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী পূর্বপাড়া গ্রামের হত দরিদ্র কৃষক আঃ লতিফ (৪৫) স্থানীয় আলমগীর হোসেন দুলালের নিকট থেকে ১ বছরের জন্য ১৫ হাজার টাকায় ৩৫ শতাংশ জমি লিজ নিয়ে বেগুন ও পাশেই ২৫ শতাংশ জমিতে করলা চাষ করেন। এ ফসল চাষের জন্য ব্র্যাক ব্যাংক থেকে ৫০ হাজার ও আশা এনজিও থেকে ৭০ হাজার টাকা লোন নিয়ে জমিতে বেগুন ও করলা চাষে খরচ করেন। মাথার ঘাম পায়ে ফেলে অতিযত্ন করেন সবজি বাগানে। খেতে বেগুন ও করলায় ফুল ও ফল ধরতে শুরু করেছে। হাইব্রিড উন্নত জাতের চকলেট রংয়ের লম্বা বেগুন লাগিয়েছেন তিনি। এ পর্যন্ত জমি লিজসহ বেগুন চাষে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। হঠাৎ করে শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া ঘাস মারা বিষে বেগুন খেত ঝলসে গেছে। গতকাল রোববার সকালে ঝলসে যাওয়া বেগুন খেত দেখে কৃষক হতাশ হয়ে পড়েছে। বেগুন গাছের ফুল ও ডগাপাতাসহ মরে যাচ্ছে। কৃষক ঋণ, ধার দেনা নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আঃ লতিফ জানায়, ধার দেনা ও ঋণ করে বেগুন চাষ করেছি। এখন বেগুন বিক্রির সময় হয়েছে। এ মূর্হুতে এই ক্ষতি হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। শুত্রুতা বশত যেই এই কাজ করে থাক তার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

স্থানীয় মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার জানায়, খবর পেয়ে আমি ঝলসে যাওয়া বেগুন খেত পরিদর্শন করেছি। এতে ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads