• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সাজেকে ‘হাম-রবেলা’ প্রোকপ, টিকা ক্যাম্পেইন শুরু

সংগৃহীত ছবি

সারা দেশ

সাজেকে ‘হাম-রবেলা’ প্রোকপ, টিকা ক্যাম্পেইন শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

দেশে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে দেখা দিয়েছে হাম রোগ। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮ শিশুর মৃত্যু হয়। এছাড়া প্রায় শতাধিকের ওপর শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এ অবস্থা বিবেচনায় হাম নিয়ন্ত্রণ নিতে ‘হাম-রুবেলা' টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে এ ক্যাম্পেইন শুরু হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ও বিভিন্ন এনজিও এবং ইউনিয়ন পরিষদের সহায়তায় জরুরি হাম পরিস্থিতি মোকাবিলায় ৭ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ‘হাম-রুবেলা’ টিকার তিনটি ক্যাম্পেইন হবে। এসময় করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতার লক্ষে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হচ্ছে।

তিনি জানান, তিনটি ক্যাম্পেইনের আওতায় সাজেকের সবকটি গ্রামের ৬ মাস থেকে ১৫ বছরের নিচ পর্যন্ত প্রায় ১১-১২ হাজার শিশুকে ‘হাম-রুবেলা' টিকা দেওয়া হবে। মঙ্গলবার প্রথম ক্যাম্পেইন শুরু হয়েছে।

প্রতিটি ক্যাম্পেইন চলাকালীন দ্রুত ভ্যাকসিন পৌঁছাতে হেলিকপ্টারসহ সার্বিক সহযোগিতায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসন। কোনো শিশু যেন এ টিকা নেওয়া থেকে বাদ না পড়ে, সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারির রাখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads