• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাঙ্গলকোটে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নাঙ্গলকোটে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোশারফ হোসেন তালুকদার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দৌলখাঁড় ইউপির দৌলখাঁড়  গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। ওই দিন দুপুরের নাঙ্গলকোট থানা পুলিশ ওই ব্যক্তির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন। তিনি ওই এলাকার মৃত. আলী আক্কাসের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন থেকে মোশারফ  জ্বর, সর্দি ও পাতলা পায়খানায়  আক্রান্ত হয়। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নেন। হঠাৎ করে মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। পরে নাঙ্গলকোট থানার এস আই ওবায়দুল হল ও এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পোর্স নিয়ে দুপুরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন।  

এদিকে ওই ব্যক্তির পরিবার কাউকে পাওয়া যায়নি।   

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, নমুনা সংগ্রহ করে ঢাকা  পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট আসলে আসল কারণ জানা যাবে।  

উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা  ডা. দেব দাস দেব বলেন, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো। এটা নিয়ে এখন আমি কাজ করছি। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads