• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে লকডাউন মানছে না গ্রামের মানুষ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে লকডাউন মানছে না গ্রামের মানুষ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

সরকারি ছুটি হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গ্রামে ফিরে এসেছে মানুষ। উপজেলার প্রতিটি অঞ্চল লকডাউন করা হলেও তেমন মানছে না গ্রামের মানুষ।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দিপুর ,রশিদ পুর, ইউনিয়নের প্রতিটি গ্রামের অবস্তা যেন হাট বাজার লেগে আছে। আটাবহ ইউনিয়নের মহরাবহ, বেনুপুর ও চান্দাবহ, জালশুকা বাজার এলাকায় সকালে ও বিকেলে ব্যপকমাত্রায় লোক সমাগম দেখা যায়।

দোকানপাটও যথারীতি চালু রাখে দোকন্দারেরা। অপর দিকে ফুলবাড়ীয়া ইউনিয়ন ,মধ্যপাড়া ইউনিয়ন, ঢালজোড়া ইউনিয়ন, মৌচাক ইউনিয়ন,কালিয়াকৈর পৌরসভা বিভিন্ন গ্রামের বাজারে মানুষ আসে আড্ডা দিতে। দোকানপাটও যথারীতি চালু রাখে দোকান্দারেরা।

এছাড়াও আরো জানা যায়, গ্রামের ভিতরে কর্মবিরতি তে থাকা মানুষগুলো বিকেল হলেই দলে দলে নেমে আসে রাস্তায়, অনেকেই তাস, কেরাম, ক্রিকেট খেলায় মেতে উঠে। এসব মানুষদের কর্মকাণ্ড নিয়ে সচেতন মহল উদ্ধিগ্ন।

স্থানীয় সচেতনমহল উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে প্রতি গ্রামে করোনা বিরোধী কমিটি করে দেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, এমন সংকট মূহুর্তে জনপ্রতিনিধিদের অনেকেই এলাকার বাইরে অবস্থান করছে।

এই অবস্থায় প্রতিটি বাজারে পুলিশ মোতায়েন, প্রতিটি গ্রামে কমপক্ষে একজন আনসার মোতায়েন করা হলে পরিবেশ শত ভাগ লকডাউন হতে পারে বলে সচেতন মহল আরো দাবি করেছেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, যেখানে সেচ্ছায় লকডাউন মানবে না, সেখানে আমরা কঠোর হয়ে ফোর্স ব্যবহার করব। ইনশাআল্লাহ করোনা মোকাবেলায় আমরা সফল হবো

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads