• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় উপসর্গ নিয়ে মৃত কৃষক করোনায় আক্রান্ত নন

কুমিল্লা মানচিত্র

সারা দেশ

কুমিল্লায় উপসর্গ নিয়ে মৃত কৃষক করোনায় আক্রান্ত নন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২০

কুমিল্লার দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সের নিহত হওয়া কৃষক আলেক খান করোনায় আক্রান্ত ছিলেন না।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনূর আলম সুমন। এছাড়া একই দিন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা গৌরিপুর পশ্চিম বাজার এলাকার শিক্ষার্থী রাব্বির ফলাফলও নেগেটিভ এসেছে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য,গত শনিবার রাতে জেলার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের নিহত কৃষক আলেক খানের অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় তার পরিবারসহ একটি বাড়ির সাতটি পরিবারকে লকডাউনের আওতায় আনে উপজেলা প্রশাসন। ওই দিন বিষয়টি নিয়ে পুরো কুমিল্লার মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। তার নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads