• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সীতাকুণ্ডে ব্যাংকের সিকিউরিটি গার্ড করোনায় আক্রান্ত

সংগৃহীত ছবি

সারা দেশ

সীতাকুণ্ডে ব্যাংকের সিকিউরিটি গার্ড করোনায় আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যাংক সিকিউরিটি গার্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার করোনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনার পর প্রশাসন ৬টি বাড়ি, ৩টি দোকান লকডাউন করেছে। এ ঘটনায় পুরো সীতাকুণ্ড জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদর বাজারের গোডাউন রোডের কবির মঞ্জিলে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন ঢাকার নারায়ণগঞ্জের কমার্স ব্যাংকের এক সিকিউরিটি গার্ড (৫০)। গত ৬ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডে আসেন।

এখানে এসে অসুস্থ বোধ করায় বুধবার সকালে তিনি নিজে একটি রিকশাযোগে সীতাকুণ্ড সরকারি হাসপাতালে গিয়ে তার করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। রাতে চট্টগ্রাম সিভিল সার্জন সারা দিনে সংগ্রহকৃত নমুনা পরীক্ষার রিপোর্ট প্রদান করলে দেখা যায় এ ব্যাংক গার্ডের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads