• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩টি ট্রলারের সাড়ে ৪শ' যাত্রী  আটক

সংগৃহীত ছবি

সারা দেশ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩টি ট্রলারের সাড়ে ৪শ' যাত্রী আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২০

বৃহস্পতিবার ভোরে ভোলা সদরের ইলিশ জংশন ফেরিঘাটের মেঘনা নদী থেকে সরকারি নির্দেশ অমান্য করে নদীপথে যাত্রী নিয়ে রাতের আঁধারে প্রবেশের সময় ৩ ট্রলারের সাড়ে ৪শ' যাত্রী আটক।
ট্রলার ও জড়িতদের আটক করা হয়। এরপর ওই সব যাত্রীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

ট্রলার তিনটি নারায়ণগঞ্জ এবং লক্ষীপুর জেলার মজু চৌধুরীর ঘাট থেকে যাত্রী নিয়ে ভোরের দিকে ভোলায় প্রবেশ করার সময় আটক হয়। আর এই ঘটনার সাথে, জড়িতদের মধ্যে দু'জনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।

ইলিশা ঘাট সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করায় ট্রলার তিনটি আটক করা হয়েছে।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গেল ২৪শে মার্চ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিটিএ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথাও জানানো হয় নোটিশে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads